ফ্লেমিংয়েরও সেরা সাকিব
বিশ্বকাপে প্রতিটি দলের তারকা ক্রিকেটারদের নিয়ে একটা তালিকা করেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। সেখানে বাংলাদেশ দলের সেরা ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ফ্লেমিং বলেন, 'সাকিব বর্তমানে আইসিসি র্যংঙ্কিংয়ের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার। বিশ্বকাপেও তার ভালো করার সম্ভাবনা অনেক বেশি। আমার দৃষ্টিতে তিনি খুবই দক্ষ এক ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশেও দারুণ বোলিং করেছেন। তার অভিজ্ঞতা এবং পারফরম্যান্সই তাকে ভালো করতে সহযোগিতা করবে। সাকিব ভালো করলে বাংলাদেশও ভালো কিছু করতে পারে বিশ্বকাপে। সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েরও দুর্দান্ত।'
এ তালিকায় আরও রয়েছেন- গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), হামিদ হাসান (আফগানিস্তান), ইয়ন মরগান (ইংল্যান্ড), এম এস ধোনি (ভারত), পল স্টারলিং (আয়ারল্যান্ড), রস টেলর (নিউজিল্যান্ড), শহীদ আফ্রিদি (পাকিস্তান), ফাফ ডু প্লেসিস (দক্ষিণ আফ্রিকা), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ), ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে), প্রেসটন মমসেন (স্কটল্যান্ড), খুররম খান (সংযুক্ত আরব আমিরাত)।
আবারও সিপিএলে...
ক্যারিবিয়ান লিগের গত আসরে খেলতে যাওয়া নিয়ে কী ঝামেলাতেই না পড়তে হয়েছিল সাকিব আল হাসানকে। অনাপত্তিপত্র নিয়ে না যাওয়ার কারণে তাকে ইংল্যান্ড থেকে ফিরে আসতে হয়েছিল। কোচের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত ছয় মাস নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল সাকিবকে। সেই দুঃস্মৃতি ভুলে সিপিএলের এবারের আসরেও খেলার সুযোগ পাচ্ছেন দেশসেরা তারকা। আয়োজকরা খেলোয়াড়দের খসড়া তালিকা প্রকাশ করেছেন। সাকিব রয়েছেন সেন্ট লুসিয়া ফ্রাঞ্চাইজি দলে। সাকিবের দাম ৫০ হাজার ডলার।
ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরি
একটা সময় ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরির কল্পনা করাও ছিল কঠিন। সেই ব্যারিয়ার দূর করেছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ এবং রোহিত শর্মারা। এই রেকর্ড হয়তো আরও অনেকেই স্পর্শ করতে পারেন। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি এখনো স্বপ্নেরও অতীত। এই স্বপ্নাতীত কাজটাই করে দেখালেন লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান লিপু। তিনি গতকাল এক দিনের ম্যাচে ৩৫ চার ও ১৯ ছয়ে ৩২৫ রান করেছেন। বয়সভিত্তিক এবং জাতীয় স্কুল ক্রিকেটে সীমিত ওভারের যে কোনো প্রতিযোগিতায় এটাই সর্বোচ্চ রান। জেলার শেখ কামাল স্টেডিয়ামে গতকাল তার ট্রিপল সেঞ্চুরিতেই ৫১৫ রান সংগ্রহ করে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়। জবাবে গিয়াস উদ্দিন উচ্চবিদ্যালয় ১১৭ রানেই অলআউট হয়ে যায়। ৩৯৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লালমনিরহাট উচ্চবিদ্যালয়।
ফাইনালে ঘানা
আফ্রিকান নেশন্স কাপের ফাইনাল নিশ্চিত করেছে ফেবারিট ঘানা। বৃহস্পতিবার তারা সেমিফাইনালে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ইকুয়াটোরিয়াল গিনিকে। জর্ডান আইয়ু, আন্দ্রে আইয়ু ও বাকাসু মুবারকের গোলে এ জয় পেয়েছে ব্ল্যাক স্টারসরা।
তবে সেমিফাইনাল লড়াই সহজ ছিল না ঘানার জন্য। মাঠেই ঘানার ফুটবলাররা আক্রমণের শিকার হয়েছিলেন। পুলিশ বাহিনী নিরাপত্তার চাদরে মুড়ে রক্ষা করে ব্ল্যাক স্টারসদের। আফ্রিকান নেশন্স কাপে চারবারের চ্যাম্পিয়নরা আগামীকালের ফাইনালে আইভরি কোস্টের মুখোমুখি হবে।