১৯৮৩, ৮৪ ও ৮৫ সালে প্রথম বিভাগ ফুটবল লিগে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা আবাহনী ক্রীড়া চক্র। আর এতেই লিগ ইতিহাসে প্রথমবারের মতো হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব অর্জন করে দলটি। পরবর্তীতে আবার ১৯৮৬, ৮৭, ৮৮-৮৯ মৌসুমে অপরাজিত ঢাকা মোহামেডান। পেশাদার লিগে প্রথম তিন আসরেও হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা আবাহনী। এবার সেই সুযোগ এসেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। গতবার ও এবার পেশাদার লিগে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে। অর্থাৎ সামনের মৌসুমে লিগ জিতলেই তারাও হ্যাটট্রিক শিরোপার ভাগিদার হয়ে যাবে। শেখ জামাল অর্থশালী দল। প্রতি মৌসুমেই শক্তিশালী দল গড়ছে। যেহেতু হ্যাটট্রিকের সম্ভাবনা আছে। তাই স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় সামনের মৌসুমেও শেখ জামাল শক্তিশালী দল গড়বে। ক্লাব সভাপতি মনজুর কাদের ঘোষণাও দিয়েছেন হ্যাটট্রিক শিরোপার গৌরব পেতে তার দল সামনের মৌসুমে প্রস্তুত হয়েই মাঠে নামবে।
আবাহনী, মোহামেডানের পর শেখ জামালের সম্ভাবনা সৃষ্টি হওয়ায় বিতর্ক উঠেছে প্রথম হ্যাটট্রিক শিরোপা জেতার কৃতিত্ব কোন দলের? এ বিতর্ক অবশ্য নতুন নয় আগে থেকেই হয়ে আসছে। অনেকেই বলছেন এমনকি পত্র-পত্রিকায় লেখা হচ্ছে প্রথম হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব ঢাকা আবাহনীরই। বাস্তবে তা সঠিক নয় বলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব বার বার আপত্তি জানিয়ে আসছে। তাদের কথা লিগে প্রথম হ্যাটট্রিক শিরোপার কৃতিত্ব ওয়ান্ডারার্সেরই। ক্রীড়াঙ্গনে এখন ক্লাবটির অবস্থান নড়বড়ে হলেও প্রথম বিভাগ লিগে ছয়বার শিরোপা জেতার কৃতিত্ব রয়েছে। এর মধ্যে ১৯৫৩, ৫৪ ও ৫৬ সালে টানা তিনবার লিগ চ্যাম্পিয়ন হয়েছে। প্রশ্ন উঠতে পারে তাহলে ১৯৫৫ সালে লিগ চ্যাম্পিয়ন হয় কোন দল? বিতর্কটা আসলে এখানেই। ১৯৫৫ সালে লিগ শুরু হলেও তা শেষ হতে পারেনি। কিন্তু পরের মৌসুমে আবার ওয়ান্ডারার্স ঠিকই চ্যাম্পিয়ন হয়। ওয়ান্ডারার্সের যুক্তি ৫৩ ও ৫৪ সালের পর অন্য দল হলে চ্যাম্পিয়ন হলে মানতাম। কিন্তু ৫৫ সালে লিগই হয়নি। ওয়ান্ডারার্স তো ৫৩, ৫৪ ও ৫৬ টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে। এটা কি হ্যাটট্রিক কৃতিত্বের মধ্যে পড়ে না। এরপরও প্রথম হ্যাটট্রিক শিরোপা কার তা বিতর্ক ওঠার মানে থকতে পারে কি?