বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা'র র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখলো কোপা আমেরিকা ও বিশতম বিশ্বকাপ ফুটবলের রানার্সঅাপ আর্জেন্টিনা। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এক ধাপ নিচে নেমে গেছে। তাদের অবস্থান এখন ৩ নম্বরে। জার্মানিকে সরিয়ে দ্বিতীয়স্থান দখল করেছে জুলাইয়ে তৃতীয় স্থানে থাকা বেলজিয়াম। অাজ বৃহস্পতিবার সু্ইজারল্যান্ডের রাজধানী জুরিখে ফুটবল খেলুড়ে দেশগুলোর সর্বশেষ র্যাংকিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
র্যাংকিংয়ে শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো কলম্বিয়া চতুর্থ, ব্রাজিল পঞ্চম, পর্তুগাল ষষ্ঠ, রুমানিয়া সপ্তম, ইংল্যান্ড অষ্টম, ওয়েলস নবম ও কোপা অামেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলি আছে দশম স্থানে।
বিডি-প্রতিদিন/ ৬ আগস্ট ২০১৫/শরীফ