প্রথম ৭ ওভারে ৬ উইকেট আর ১৮.৩ ওভারে নেই ১০ উইকেট, সর্বমোট রান ৬০। ভাবছেন, এটা অস্ট্রেলিয়া মহাদেশের নতুন কোনো দলের ব্যাটিং ইনিংস। কিন্তু না, এটা সত্যিকার অর্থে অস্ট্রেলিয়া জাতীয় দলের অবস্থা। সিরিজে টিকে থাকতে হলে ইংল্যান্ডে চলতি অ্যাশেজের চর্তুথ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না অজিদের। অথচ তুষের ঘরের মতো ভেঙে পড়লো অস্ট্রেলিয়ার ইনিংস।
বৃহস্পতিবারের দিনটি স্মরণীয় হয়ে থাকবে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের। অস্ট্রেলিয়াকে এভাবে উড়িয়ে দিবেন তা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। মাত্র দশ ওভার বল করেছেন এতেই অস্ট্রেলিয়ার ৮ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন। এর মধ্যে নিজের প্রথম ১৯ বলেই তুলে নিয়েছিলেন ৫ উইকেট।
চতুর্থ টেস্টে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক। ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার পাহাড়সমান ব্যাটিং যেন তুষের ঘরের মতো ভেঙে পড়তে থাকে। প্রথম উইকেট পেতে মাত্র ৩ বল করতে হয়েছে ব্রডকে। ক্রিস রজার্সকে ফিরিয়ে অসি শিবিরে প্রথম আঘাত করেন ব্রড। এরপর একে একে স্টিভেন স্মিথ (৬), শন মার্শ (০), অ্যাডাম ভোজেস (১) ও মাইকেল ক্লার্স (১০) সাজঘরের পথ ধরেন। ইনিংসের শুরুতে আক্রমণাত্মক বোলিংয়ের পর অসি লেজটাও কেটে দিয়েছেন তিনি। মিচেল জনসন, মিচেল স্টার্ক ও নাথান লায়ানকেও সাজঘরের পথ দেখান তিনি। মাত্র ৯.৩ ওভারে ৫ মেডেনে ১৫ রানে ৮ উইকেট নিয়েছেন এই গতিদানব।
বৃহস্পতিবার প্রথম পাঁচ উইকেট পেতে ডানহাতি এই পেসার সময় নিয়েছেন মাত্র ১৯ বল! যৌথভাবে যা বিশ্বরেকর্ড। এর আগে অস্ট্রেলিয়ার বাহাতি পেসার এরনি তুসাক ১৯৪৭ সালে ব্রিসবেনের গাব্বায় ভারতের বিপক্ষে মাত্র ১৯ বলে পাঁচ উইকেট নিজের পকেটে পুরেন।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৫/মাহবুব