তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন করে চুক্তি করতে যাচ্ছেন। জানা গেছে নতুন এই চুক্তিতে পর্তুগিজ এই অধিনায়ক ২০২১ সাল পর্যন্ত বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদেই থাকবেন। অর্থাৎ আরও ৫ বছর রিয়ালের জার্সিতেই দেখা যাবে রোনালদোকে।
২০০৯-১০ মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে পাড়ি দিয়ে রোনালদো এখন পর্যন্ত দলের হয়ে খেলেছেন ৩৫৯ ম্যাচ, যেখানে গোল করেছেন ৩৭১টি। এখন সবকিছু ঠিক থাকলে সিআর সেভেনই থাকছেন দলটির সর্বোচ্চ প্রারিশ্রমিক পাওয়া ফুটবলার। এ ব্যাপারে রোনালদোর অ্যাজেন্ট জর্জ মেন্ডেস আগামী কয়েকদিনের মধ্যে রিয়ালের ডিরেক্টরের সঙ্গে সাক্ষাত করতে পারেন।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-১০