আক্রমণভাগে মেসি-নেইমার-সুয়ারেজ এই ত্রয়ী তো আছেই, তারপরেও মাঝমাঠ ও রক্ষণভাগেও তারকার কমতি নেই বার্সেলোনার। তবুও খেলোয়াড়দের চোট সমস্যার কথা মাথায় রেখে এবং দলের শক্তি আরও বাড়াতে জানুয়ারিতে আরও খেলোয়াড় কিনতে চায় বার্সেলোনা। দলের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির কোচ লুইস এনরিক।
এনরিকের প্রত্যাশা, নতুন বছরের আগেই চোট পাওয়া খেলোয়াড়দের অনেকেই সুস্থ হয়ে উঠবে। তবে শিরোপা জয়ের লক্ষ্যে দলের শক্তি বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।
শনিবার সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “(এ বিষয়ে) আমি খুব নিশ্চিতভাবে বলছি না। (তবে) দলের উন্নতিতে বার্সাকে সব সময় উন্মুক্ত থাকতে হবে। এটা নির্ভর করবে, (কেনার মতো) আকর্ষনীয় কিছু (খেলোয়াড়) থাকা না থাকা ও মূল্য সঠিক থাকার উপর। কিন্তু আমরা সম সময়ই উন্মুক্ত, দলে খেলোয়াড় প্রয়োজন না থাকলেও।”
তবে গত কয়েক সপ্তাহে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের চোট কোচের ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। রবিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জর্দি আলবাতি, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্দ পিকে, জেরেমি ম্যাতিউ ও আলেইশ ভিদালকে পাচ্ছে না বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় সেভিয়ার মাঠে খেলতে নামবে লিওনেল মেসি-নেইমাররা।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০