বিদ্যুৎ না থাকায় নাতির দেওয়া টেলিভিশনটি এতদিন ছিল বাক্সবন্দি। এবার তা বের করেছেন মিরাজের দাদী। ২ টেস্ট সিরিজে ১৯ উইকেট শিকার করে ইংল্যান্ডকে ধসিয়ে দেওয়া তরুন স্পিনার মেহেদী হাসান মিরাজের বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। গত শনিবার মিরাজের বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক শাজাহান তালুদকার।
মিরাজের পরিবার খুলনায় বসবাস করলেও গ্রামের বাড়িতে বসবাস করেন তার দাদি জবেদা বিবি ও চাচা জাকির হোসেন তালুকদারের পরিবার। মিরাজের দাদা দেনছের আলী হাওলাদার কয়েক বছর আগে মারা যান। এর আগে মিরাজের দাদা বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় তার নিকট স্বজনরা মিরাজের কৃতিত্ব টেলিভিশনে দেখতে পারেননি।
পল্লী বিদ্যুত সমিতি-১ এর ব্যবস্থাপক শাজাহান তালুদকার বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ের নির্দেশে জরুরি ভিত্তিতে মিরাজের দাদাবাড়িতে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। সংযোগটি মিরাজের নামে দেয়া হলেও এর বিল পরিশোধ করবেন তার চাচা জাকির হোসেন তালুকদার।
দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বর্তমানে গ্রামের বাড়ি অবস্থানরত মিরাজের বাবা জালাল হোসেন তালুকদার।
এর আগে মিরাজের দাদী বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য স্থানীয় এক জনপ্রতিনিধিকে ১২ হাজার টাকা দিয়েছিলেন। কিন্তু বিদ্যুৎ সংযোগ না পাওয়ায় নাতির দেয়া একটি টেলিভিশন এতদিন ছিলো বাক্সবন্দি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ