বালি দ্বীপে এক ছিমছাম বাগদানের পর কেটে গেছে অনেকগুলো দিনই! কিন্তু ছাদনাতলার দিকে আর এগোচ্ছিল না হেজেল কিচ আর যুবরাজ সিংয়ের সম্পর্ক। শুধু কথা গুঞ্জন ছড়াচ্ছিল- চলতি বছরের শেষের দিকেই হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন তারা। তবে এবার পাকাপাকিভাবেই জানা গেছে বিয়ের তারিখটা। চলতি বছরের শেষের দিকে নয়, চলতি মাসের ঠিক শেষ দিনে জুটি বাঁধছেন হেজেল আর যুবরাজ।
সম্প্রতি বিয়ের কার্ড কেমন হয়েছে লিখে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সবাইকে চমকে দিয়েছেন হেজেল আর যুবরাজ। কারণ দেখা যাচ্ছে, বিয়ের কার্ড নির্দিষ্ট একটা ডিজাইনে করাননি তারা। থিমটাই যা এক- কার্টুন! একেকটা বিয়ের কার্ডে একেক রকমের কার্টুন। রয়েছে ছোট ছোট গল্প। কার্টুন ফিগার নিয়ে সেই সব প্রত্যেক গল্পেরই নায়ক-নায়িকা হেজেল আর যুবরাজ। এভাবেই প্রথমে আলাদা আলাদা কার্ড করে বিয়ে এবং তার সঙ্গে জুড়ে থাকা সামাজিকতার চিরাচরিত নিয়মগুলোর একটা ভাঙলেন তারা।
তবে, বিয়ের কার্ডে নিয়ম ভাঙলেও একটা দিকে নিয়ম ঠিক রাখতে হচ্ছে তাদের। ৩০ নভেম্বর চণ্ডীগড়ের গুরুদ্বারের বিয়ে নিয়ে। সেই বিয়েতে হাজির থাকবেন কেবল আত্মীয় আর অতি ঘনিষ্ঠ বন্ধুরাই! সেখানে কিছু করার থাকছে না হেজেল আর যুবরাজের।
তবে, এই ধর্মমতে বিয়েটি সেরে নেওয়ার পরে আবার নিয়ম তছনছ করার খেলায় মেতেছেন তারা। হিন্দু মতে যে বিয়েটি হবে, সেটি নিয়ে।
জানা গেছে, ২ ডিসেম্বর গোয়ায় বসবে সেই হিন্দু বিয়ের আসর। সেই বিয়েতে আসবেন অন্যান্যরা। সেখানেই নিয়ম ভেঙে আচার-অনুষ্ঠানগুলোকে নিজেদের সুবিধা মতো ঘুরিয়ে-ফিরিয়ে নিচ্ছেন হেজেল, যুবরাজ। সঙ্গীত সাধারণত বিয়ের ঠিক আগের দিন অনুষ্ঠিত হয়। কিন্তু, হেজেল-যুবরাজের বেলায় হচ্ছে উল্টোটাই। তাদের বিয়ে উপলক্ষে সঙ্গীতের আসর বসছে ৫ ডিসেম্বর, দিল্লির এক ফার্মহাউজে। আর ৭ ডিসেম্বর ধার্য হয়েছে প্রীতিভোজের দিন হিসেবে। সেটা শহরের এক পাঁচতারাতেই হবে। তবে, কোন পাঁচতারায়, সেটা এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেননি তারা!
আর হ্যাঁ! ব্যাপারটাকে বিয়ে বলতেও নারাজ তারা! হেজেল আর যুবরাজ এই পুরো অনুষ্ঠানটার নাম দিয়েছেন ওয়াইএইচপিএল, মানে যুবরাজ অ্যান্ড হেজেল প্রিমিয়ার লিগ!
বিডি প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৪