নেইমারের বিপজ্জনক উপস্থিতি, লিওনেল মেসির জাদুকরী ফুটবল আর লুইস সুয়ারেজের নিখুঁত ফিনিশিংয়ে সেভিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা।
রবিবার রাতের ম্যাচে শুরুতে পিছিয়ে পড়া বার্সেলোনার ২-১ ব্যবধানের জয়ে গোল দুটি করেন মেসি ও সুয়ারেজ। গোল না পেলেও ম্যাচ জুড়ে দারুণ খেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
লা লিগার চ্যাম্পিয়নরা ভিতোলোকে বাধা দিতে ব্যর্থ হওয়া প্রথমে পিছিয়ে যায়। বার্সেলোনা তখনও নিজেদের গুছিয়ে নিতে পারেনি। আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া সেভিয়া গোলের আরও কয়েকটি সুযোগ তৈরি করে।
ম্যাচের ৩৭তম মিনিটে মেসির শট পরীক্ষা নিতে পারেনি সেভিয়ার গোলরক্ষকের। তবে ৬ মিনিট পর আর আর্জেন্টাইন অধিনায়ককে ফেরাতে পারেননি তিনি। নেইমারের দারুণ পাস ছুটে এসে নিখুঁত লক্ষ্যভেদে জালে পাঠান মেসি। সেভিয়ার বিপক্ষে সব ধরনের প্রতিযোগিতায় এটি তার ২৭তম গোল।
প্রথমার্ধের অনুজ্জ্বল বার্সেলোনা স্বরূপে ফিরে দ্বিতীয়ার্ধে। একের পর এক সুযোগ তৈরি করা অতিথিরা এগিয়ে যায় ৬১তম মিনিটে। বল পেয়ে দ্রুত গতিতে খানিকটা এগিয়ে যান মেসি। সেভিয়ার খেলোয়াড়রা তাকে ঘিরে ধরলে বল বাড়ান অরিক্ষত সুয়ারেজকে। ঠাণ্ডা মাথায় গোলরক্ষকের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান উরুগুয়ের স্ট্রাইকার।
এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রিয়াল। সেভিয়াকে (২১) হারিয়ে ২৫ পয়েন্ট নিয়ে তাদের পেছনেই আছে বার্সেলোনা।
বিডি প্রতিদিন/ ০৭ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১২