ভারতের হয়ে টেনিসে সানিয়া মির্জার অর্জনের ঝুলিটা বেশ ভারি-ই। তার ব্যক্তিগত জীবন পেশাগত জীবনের মতোই চমকপ্রদ। ভারতীয় হয়েও পাকিস্তানি তারকা ক্রিকেটারকে বিয়ে করায় নানা সময়েই বিতর্কে জড়িয়েছেন। র্যাম্পে মাতিয়ে প্রমাণ করেছেন মডেলিংয়েও তার প্রতিভা আছে, যেটা চাইলেই কাজে লাগাতে পারেন।
ভারতের নামজাদা তারকাদের সঙ্গে বেশ খাতির সানিয়া মির্জার। কয়েকদিন আগে তার আত্মজীবনীও বেরিয়েছে। তার মোড়ক উন্মোচনে স্বয়ং বলিউড কিং শাহরুখ উপস্থিত ছিলেন। কিন্তু তাকে নিয়ে এখনই চলচ্চিত্র হোক এটা সানিয়া মির্জা চান না।
সানিয়া মির্জা বলেছেন, নিজেকে নিয়ে ছবিতে আমার আগ্রহ নেই। তাছাড়া নিজের জীবনের সব কথা প্রকাশ্যে তুলে ধরতেও চাই না। তাই অন্তত এই মুহূর্তে আমার কোনও বায়োপিক হচ্ছে না।
বিডি প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/ফারজানা- ০২