স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়ার পর ৪৩ মিনিটে দুর্দান্ত এক গোল করে বার্সাকে সমতায় ফেরান লিওনেল মেসি। আর ওই গোলটির সুবাদে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।
সব ধরণের প্রতিযোগিতামূলক ম্যাচে (৫৯২টি) বার্সার জার্সিতে এটি মেসির ৫০০তম গোল। এছাড়া অন্যদের দিয়ে গোল করিয়েছেন ২৬৮টি।
অসাধারণ এই কীর্তিতে বার্সার পক্ষ থেকে অভিনন্দন বার্তা পেলেন মেসি। কাতালান ক্লাবটির ওয়েবসাইটে টুইট করা হয়েছে এভাবে, ‘বার্সেলোনার হয়ে অফিসিয়াল ও প্রীতি ম্যাচে ৫০০তম গোলটি করে ফেলেছেন মেসি। অসাধারণ লিও!’
প্রসঙ্গত, রবিবার রাতে মেসির মাইলফলকের ওই ম্যাচটিতে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বার্সা। ম্যাচের ৬১ মিনিটে মেসির সহায়তায় জয়সূচক গোলটি করেন লুইস সুয়ারেজ।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৬/মাহবুব