ইংলিশ প্রিমিয়ার লিগ তাদের রবিবারের ম্যাচ শুরুর আগে অন্যরকম এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিল। পঁচিশ হাজার গোল থেকে মাত্র ৮ গোলের দূরত্বে ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। গতকালই তারা ২৫০০০তম গোলের দেখা পায়। মাইলফলকের গোলটি আসল ম্যানচেস্টার ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকারের পা থেকে! সেই সৌভাগ্যবান হলেন জলাতান ইব্রাহিমোভিচ।
দিনের প্রথম ম্যাচে আর্সেনাল-টটেনহ্যাম হটস্পারের মধ্যকার ম্যাচ দিয়ে। এরপর হালসিটি-সাউদাম্পটন এবং লিভারপুল-ওয়াটফোর্ড সেই ব্যবধানটা আরও কমে যায়। আর ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের ২৫০০০তম গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের জলাতান ইব্রাহিমোভিচ।
ইব্রাহিমোভিচের মাইলফলকের এই দিনে তার দল ম্যানচেস্টার ইউনাইটেডও জিতলো এদিন ৩-১ গোলে। সোয়ানসির মাঠে রেড ডেভিলদের জার্সিতে প্রথম গোলটি করেছিলেন পল পোগবা। ম্যাচ শুরুর ১৫ মিনিটে ফরাসি এই প্রতিভাবান স্ট্রাইকারের গোলেই প্রথম এগিয়ে যায় ম্যানইউ।
এই ম্যাচ জেতায় পয়েন্ট টেবিলের ষষ্ট স্থানে উঠে এসেছে প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল ক্লাবটি। তবে নিষেধাজ্ঞার কারণে এদিন ডাগ আউটে ছিলেন না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো।
বিডি-প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-১৩