পার্থ টেস্টে অস্ট্রেলিয়া হেরেছে ১৭৭ রানে। সেটা নিয়ে তেমন কোন আলোচনা হচ্ছে না। পার্থ টেস্টটি রাতারাতি আলোচনায় চলে এসেছে শুধুমাত্র একটি রান আউটের জন্য। আর সেই রান আউটের স্বীকার অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। মূলত স্কোর বোর্ডে লেখা থাকবে ওয়ার্নার রান আউট ৩৫। কিন্তু স্কোর থেকে কি বোঝার উপায় নেই যে, এই রান আউট কতটা চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে।
রাবাডার বলে সিঙ্গলস নিতে গিয়েছিলেন ওয়ার্নার। বল ঠেলে দিইয়েছিলেন কভারে। ভেবেছিলেন, অনায়াসে এক রান হয়ে যাবে। আর হয়ে যাওয়ারই কথা। কিন্তু হঠাৎ পয়েন্ট থেকে হাজির হন তেম্বা বাভুমা। শরীর ছুঁড়ে দিয়ে বল তুলে নিলেন। শরীর তখনও শূন্যে ভাসমান, ওই অবস্থাতেই বল ছুঁড়লেন স্টাম্প লক্ষ্য করে। ওয়ার্নার কিছু বুঝে ওঠার আগেই বল গিয়ে লাগল উইকেটে।
বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি ওয়ার্নার। হতবাক বাভুমার সতীর্থরাও। এমন রান আউটর কথা কেউ কল্পনাও করতে পারে না। বাভুমার এই অসাধারণ ফিল্ডিং মনে করিয়ে দিল বিরানব্বই বিশ্বকাপে জন্টি রোডসের কথা। শরীর ছুঁড়ে দিয়ে রান আউট করেছিলেন তিনি ইনজামাম উল হককে। এখনও পর্যন্ত উড়ন্ত রান আউট বললেই ওই দৃশ্যটাই ভেসে উঠত। এবার সেই জায়গায় এসে গেলেন বাভুমাও।
বিডি-প্রতিদিন/৭ নভেম্বর, ২০১৬/তাফসীর-২০