আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দীর্ঘদিন ধরে বেকার। এখন তার একটা কিছু করা উচিত বলে মনে করছেন তিনি। কিন্তু কি করবেন। কাজ তো একটাই পারেন! কোচগিরি। মরক্কো সফরে গিয়ে বলেছেন, তিনি তাদের জাতীয় দলের কোচ হতে আগ্রহী। প্রস্তাব পেলে লুফে নেবেন এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। এখন দেখা যাক, ম্যারাডোনার ইচ্ছাপূরণে মরক্কো সাড়া দেয় কিনা!
সম্প্রতি মরক্কো সফর করেন ম্যারাডোনা। সেখানে দেয়ার এক বিবৃতিতে তিনি এ ইচ্ছার কথা ব্যক্ত করেন। ম্যারাডোনা বলেন, এখানে কাজ করার ব্যাপারে আমি যে কোনো ধরনের সিরিয়াস প্রস্তাব নিয়ে আলোচনা করতে প্রস্তুত।
ম্যারাডোনা আরও জানান, তিনি বিশ্বাস করেন ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছার সুযোগ মরক্কোর রয়েছে। যদিও অন্যান্য ইউরোপীয় দলগুলোর চেয়ে এটির অবস্থা খারাপ।
বিডি-প্রতিদিন/ ০৮ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন