বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একজন গর্বিত বাবাও। শত ব্যস্ততার মাঝেও একমাত্র সন্তানকে আগলে রাখার চেষ্টা করেন তিনি। হাঁটি হাঁটি পা পা করে তার মেয়ে আজ এক বছরে পা দিয়েছে। এক বছর তাতে কী। মেয়ের জন্মদিন পালন করেছেন বেশ ঘটা করেই।
তার মেয়ে কেক খেতে অভ্যস্ত হয়েছে কী না জানা যায়নি। তবে ছোট্ট রাজকুমারীর সামনে বেশ বড় মাপের কেক এনে হাজির করেছেন। স্ত্রী শিশির আর মেয়েকে নিয়ে সেই কেক কেটেছেন। মেয়েকে কেক খাইয়েছেন।
সাকিবের স্ত্রী শিশির ফেসবুকে মেয়ের ছবি শেয়ার করে লিখেছেন, আমাদের ছোট্ট রাজকুমারী এক বছর পূর্ণ করেছে। আজ হল সেই দিন যখন তুমি আমাদের জীবনে এসেছে এবং আমাদের সব ইচ্ছে পূর্ণ করেছো। তুমি স্বর্গ থেকে আসা আশীর্বাদ। শুভ জন্মদিন।
বিডি প্রতিদিন/ ৮ নভেম্বর, ২০১৬/ফারজানা