বিপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ২৯ রানে হারিয়েছে তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। মিরপুরে শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে তামিম ইকবাল ও শোয়েব মালিকের ঝড়ো ব্যাটিংয়ে ১৬১ রান সংগ্রহ করে চিটাগং। জবাবে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩২ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা।
যদিও চ্যাম্পিয়নরা হারলেও উজ্জ্বল ছিলেন নাজমুল হাসান শান্ত। ৫৪ রানের (৪৪ বল) অপরাজিত ইনিংস খেলে মাঠ ছাড়েন ১৮ বছরের এ উঠতি ব্যাটসম্যান। আর কেউই হাল ধরতে পারেননি। একাই চারটি উইকেট তুলে নেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।
ব্যক্তিগত ৬ রানে সাজঘরে ফেরেন ইমরুল। ডোয়াইন স্মিথের করা তৃতীয় ওভারের প্রথম বলেই আনামুল হকের গ্লাভসবন্দি হন। ভালো কিছুর ইঙ্গিত দিয়েও প্যাভিলিয়নে ফেরেন মারলন স্যামুয়েলস (১৮ বলে ২৩)। ষষ্ঠ ওভারে আব্দুর রাজ্জাকের বলে তাসকিন আহমেদের হাতে ধরা পড়েন ক্যারিবীয় ব্যাটিং জিনিয়াস। এরপর নবীর স্পিন ঘূর্ণিতে আসা যাওয়ার মধ্যে ছিলেনর কুমিল্লার ব্যাটসম্যানরা। ব্যতিক্রম ছিলেন কেবল শান্ত। তবে সঙ্গি অভাবে অভিষেক টি-টোয়েন্টি ফিফটি দেখা পেয়েও জয় ছোঁয়া হয়নি তার।
এর আগে, ওপেনার তামিম ইকবালের অর্ধশতক এবং শেষদিকে, শোয়েব মালিকের ২৮ বলে ৪২ ও জহুরুল ইসলাম ২১ বলে ২৯ রানের ওপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর করে চিটাগং। ইনিংসের ষষ্ঠ ওভারে ব্যক্তিগত ২৩ রানে নতুন জীবন পাওয়া তামিম পেয়ে সর্বোচ্চ ৫৪ রানে। আর শেষ দিকে মালিক আর জহুরুলের সেই ঝড়ো ব্যাটিং।
বিডি-প্রতিদিন/০৮ নভেম্বর, ২০১৬/মাহবুব