অনন্য এক নজির গড়লেন রঙ্গনা হেরাথ। সব টেস্ট খেলুড়ে দেশের বিরুদ্ধে তিনি এক ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৮৯ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। সেই সঙ্গে বিশ্ব ক্রিকেটে হেরাথ তৃতীয় বোলার যিনি এই কৃতিত্ব অর্জন করলেন। এর আগে এই কৃতিত্ব রয়েছে মুত্তিয়া মুরালিধরন ও ডেল স্টেইনের।
এদিকে শ্রীলঙ্কার ৫০৪ রানের জবাবে প্রথম ইনিংসে জিম্বাবোয়ে তুলল ২৭২। হেরাথ ছাড়া সফল বোলার দিলরুয়ান পেরেরা। তিনি ৩ উইকেট পেয়েছেন। জিম্বাবুয়ের পক্ষে ব্রায়ান ছারি করেছেন ৮০ রান।
জবাবে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ৪ উইকেট হারিয়ে ১০২ রান। করুনারত্নে ৫৪ রানে অপরাজিত রয়েছেন। জিম্বাবুয়ের কার্ল মুম্বা পেয়েছেন ৩ উইকেট।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-৫