বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদেই আরও অনেক বছর থাকতে চান পর্তুগালের এই তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্প্রতি করে ৫ বছরের জন্য নতুন চুক্তি করেছেন এই ফুটবল তারকা। তবে স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে এটিই যে শেষ চুক্তি নয় তা জানিয়ে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো।
নতুন চুক্তি নিয়ে ক্লাবের অনুষ্ঠানে এই তারকা বলেন, “আমি রিয়াল মাদ্রিদের সভাপতি, ক্লাবকে, আমার সতীর্থদের, যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সাহায্য করেছে তাদের ধন্যবাদ জানাতে চাই। এটা একটি খুব গুরুত্বপূর্ণ দিন। আমি অনেকবার বলেছি যে আমি এই ক্লাবকে আমার হৃদয়ে ধারণ করি, এটা আমার অংশ।”
রোনালদো আরও বলেন, “আমি এখানে আরও ৫ বছর থাকব। তবে এটা আমার শেষ চুক্তি হবে না। আমাকে অপেক্ষা করতে হবে এবং আমার অবসরের তারিখ দেখতে হবে। কে জানে ভবিষ্যতে কী নিয়ে অপেক্ষা করছে। অবশ্যই আমি এই ক্লাবেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই। এখানে আমি ভবিষ্যতে আরও অনেক বছর থাকতে চাই।”
২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে নাম লেখানোর পর ক্লাবটির হয়ে ৩৬০ ম্যাচ খেলে ৩৭১ গোল করেন রোনালদো।
বিডি-প্রতিদিন/৯ নভেম্বর, ২০১৬/তাফসীর-৭