২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বে ইসলামি জঙ্গিগোষ্ঠী আইএসএর হুমকির মুখে পড়েছে আলবেনিয়া ও ইসরাইলের মধ্যকার একটি ম্যাচ। ফলে এই ম্যাচটি স্থানান্তরের চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে।
ইসরাইল বলেছে, বলকান অঞ্চলে তার নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালাতে পারে ইসলামি স্টেট (আইএস)-এর একটি গ্রুপ। এ হুমকি পাওয়ার কারণে তার নাগরিকরা আলবেনিয়ার সঙ্গে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশ নিতে পারবে না বলে মঙ্গলবার জানিয়েছে।
এ দিন আলবেনীয় ফুটবল কর্মকর্তারা জানিয়েছে, পরিকল্পিত সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে ইসরাইলের সঙ্গে বাছাইপর্বের ম্যাচটি স্থানান্তরিত করা হবে।
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়, 'সাম্প্রতিক দিনগুলোতে আইএসের সঙ্গে সম্পৃক্ত কিছু লোক বলাকান এলাকায় আটক হয়েছে। আটকরাসহ আরো কিছু লোক সন্ত্রাসী হামলার পরিকল্পনা গ্রহণ করেছে। আটকদের কাছ থেকে আগামী ১২ নভেম্বর পূর্ব নির্ধারিত ইসরাইল বনাম আলবেনিয়া ম্যাচের সূচিও উদ্ধার করা হয়েছে।'
বিডি প্রতিদিন/ ১০ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬