বিশ্বকাপ নিয়ে আগ্রহ সারা বিশ্বজুড়ে। সবাই চান প্রিয় দলের খেলা মাঠে বসে দেখতে। চাহিদার তুলনায় খুব স্বল্প টিকিট থাকায় অনেকের স্বপ্ন স্বপ্নই থাকে। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ম্যাচের টিকিট পেয়েছেন।
লিওনেল মেসির দারুণ ভক্ত সাকিব। মেসির কারণে বিশ্বকাপ ফুটবলে তিনি আর্জেন্টিনার সমর্থক। টিভিতে নয়, এবার কাতারে গ্যালারিতে বসে মেসির আর্জেন্টিনার খেলা দেখবেন তিনি। ২৬ নভেম্বর সি গ্রুপে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি দেখবেন সাকিব। টিকিট পেতে আগেই বাফুফের কাছে আবেদন করে রাখেন তিনি। গতকাল বিশ্বকাপের টিকিট এসে পৌঁছায় বাফুফে ভবনে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানান, ‘সাকিব চারটি টিকিট কিনতে চেয়েছিলেন। কিন্তু অতিরিক্ত চাহিদা থাকায় তাকে দুটির বেশি দেওয়া সম্ভব হয়নি।’ টি-২০ বিশ্বকাপে অংশ নিতে সাকিব বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ