ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে (সিএবি) আসন্ন নির্বাচনে লড়তে চলেছেন সৌরভ গাঙ্গুলী। শনিবার আনুষ্ঠানিকভাবে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর বিদায়ী সভাপতি। বোর্ড থেকে বিদায় নিলেও ক্রিকেট প্রশাসনেই থেকে যাচ্ছেন সৌরভ। আবার ফিরছেন সিএবি-তে।
শনিবার সৌরভ বলেছেন, “হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে যাচ্ছিছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছা রয়েছে। পাঁচ বছর আমি সিএবি-তে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।”
সৌরভ এদিন ইডেন গার্ডেন্সে সাংবাদিকদের জানিয়েছেন, তার বিরুদ্ধে ইদানীং যে কুৎসা চলছে তার জবাব দিতেই নির্বাচনে লড়তে চলেছেন। সৌরভের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিদায়ী সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াও।
শনিবার সিএবি-তে ফটো সেশন ছিল। সৌরভকেও বিকেলে আসতে দেখা যায়। মাঠে নেমে সিএবি-র বিদায়ী সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে অনেকক্ষণ হাসিমুখে আলোচনা করেন। সিএবি-র বিভিন্ন কর্তাদের সঙ্গেও কথা বলেন। তার পরে সেখানে হাজির সংবাদমাধ্যমের সামনেও সিএবি-র নির্বাচনে লড়ার কথা পরিষ্কার করে দেন।
সৌরভ এর আগে জগমোহন ডালমিয়ার আমলে সিএবি সচিব হয়েছেন। ডালমিয়ার মৃত্যুর পরে সংস্থার প্রেসিডেন্ট হন। সিএবি-তে তার ছয় বছর হয়ে গিয়েছে। টানা ছয় বছরের মেয়াদের পরেই তিনি বোর্ডে যান প্রেসিডেন্ট হিসেবে। পদাধিকারীদের টানা মেয়াদ বাড়ানোতে সম্মতি জানিয়ে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টও নতুন রায় দিয়েছে। ফলে সিএবি প্রশাসনে ফিরতে তার কোনও অসুবিধা নেই।
বিডি প্রতিদিন/ফারজানা