জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের সঙ্গে বিচ্ছেদ নয়, সংসার করতে চান স্ত্রী ইসরাত জাহান। আজ রবিবার দুই সন্তানকে নিয়ে আদালতে উপস্থিত হয়ে সংসার করতে চান বলে জানান তিনি। তবে এ বিষয়ে আল আমিনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এদিন চলমান মামলার শুনানির দিন ধার্য করা ছিল। সেই কারণে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে উপস্থিত হন দুই পক্ষই। এ সময় আল আমিন নিজের আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। অন্যদিকে ইসরাত জাহান নিজের আইনজীবীর মাধ্যমে সংসার করতে চাওয়ার ইচ্ছার কথা জানান।
ইসরাত জাহানের আইনজীবী শামসুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ৬ অক্টোবর একই আদালতে আল আমিন স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাব দাখিল করেন। বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পাওয়ায় স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাবে উল্লেখ করেন তিনি।
তবে বকেয়া দেন-মোহর ও ইদ্দতকালীন ভরণপোষণ দেওয়ার বিষয়টি সাতপাতার লিখিত জবাবে উল্লেখ করেন তিনি। গত ৭ সেপ্টেম্বর আদালতে আল আমিনের স্ত্রী ইসরাত জাহান মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি আমলে নেন। গত ২৭ সেপ্টেম্বর আল আমিন আদালতে উপস্থিত হন এবং আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন নেন।
বিডি-প্রতিদিন/শফিক