লিভারপুলের দিনকাল ভালো যাচ্ছে না এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে। তবে হালান্ডকে পেয়ে সোজা কথায় উড়ছিল ম্যানচেস্টার সিটি। একের পর এক গোল পেয়ে যাওয়া হালান্ডকে থামাবে কে? সেই প্রশ্নও উঠছিল চারদিকে।
এবার সেই উড়ন্ত হালান্ডদের হেঁচকা টানে মাটিয়ে নামিয়ে এনেছে অল রেডস লিভারপুল।
ঘরের মাঠ অ্যানফিল্ডে রবিবার উত্তেজনা ছড়ানো ম্যাচে ১-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। আর সেই একমাত্র জয়সূচক গোলটি করেছেন মিশরীয় সম্রাট মোহাম্মদ সালাহ।
আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে দুই দলই অনেক সুযোগ হাতছাড়া করেছে। এর মাঝেই ৭৬তম মিনিটে জালের দেখা পেয়েছেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ের পথে ফিরল লিভারপুল।
লিগে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল লিভারপুল। আর আসরে প্রথম হারের তেতো স্বাদ পেল গত দুইবারের চ্যাম্পিয়ন সিটি।
চলতি মৌসুমে সিটির বিপক্ষে দুইবারের দেখায় দুটিই জিতল লিভারপুল। সিটিকে হারিয়ে কমিউনিটি শিল্ড জয়ের মধ্য দিয়ে মৌসুম শুরুর পর যেন উল্টো রথে ছুটছিল তারা। একের পর এক ব্যর্থতায় লিগে নেমে গিয়েছিল পয়েন্ট তালিকার ১০ নম্বরে।
বিডি প্রতিদিন/নাজমুল