শিরোনাম
৩ মার্চ, ২০২৩ ০০:২৭

বিয়ের পিঁড়িতে বসলেন ক্রিকেটার সাইফউদ্দিন

অনলাইন ডেস্ক

বিয়ের পিঁড়িতে বসলেন ক্রিকেটার সাইফউদ্দিন

কনে কাজী ফাতেমা তুজ জারার সঙ্গে সাইফউদ্দিন। ছবি : ফেসবুক থেকে নেওয়া

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন বিয়ের পিঁড়িতে বসলেন। বৃহস্পতিবার দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি।

জানা গেছে, পরিবারের সদস্যদের পছন্দের পাত্রীকেই বিয়ে করেছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা। এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার অনার্স ভর্তির জন্য আবেদন করেছেন তিনি। সাইফউদ্দিন ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত মোহাম্মদ আব্দুল খালেকের ছেলে।

কনে কাজী ফাতেমা তুজ জারার সাথে ফেসবুকে ছবি আপলোড করে দোয়া চেয়েছেন সাইফউদ্দিন।

২০২১ সালের জুনে সবশেষ ওয়ানডে খেলেছিলেন সাইফউদ্দিন। ইনজুরি থেকে ফিরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। তবে পূর্ণ ফিট না থাকায় বিশ্বকাপ দলে ছিলেন না।

এদিকে, ঘরের মাঠে চলমান ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। মাঝের এ সময়ে তাই বিয়ের কাজটি সেরে নিচ্ছেন ডানহাতি এই পেসার।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর