বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ক্রিকেট দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ। আজ শুক্রবার আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচ দিয়ে ওয়ানডে সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে চেয়েছিল টাইগাররা।
তবে বৃষ্টির কারণে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্রিকেট মাঠ ফেনার্সে প্রস্তুতি ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি। অবশেষে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে প্রস্তুতি ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। আগামীকাল শনিবার বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিশ্রাম নেওয়ার কথা।৯ মে ইংল্যান্ডে আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/নাজমুল