প্রিমিয়ার লিগের অন্যতম জায়ান্ট লিভারপুলে নিজের শেষ মৌসুম খেলছেন মোহামেদ সালাহ। চলতি মৌসুম শেষে তার ঠিকানা বদলের কথা রয়েছে। এখন পর্যন্ত শেষটাও ব্যক্তিগত পারফরম্যান্সে রাঙিয়ে তুলছেন এই মিশরীয় ফরোয়ার্ড। এর মাঝে শুরু হচ্ছে আন্তর্জাতিক ফুটবলের নভেম্বর উইন্ডো। যেখানে অধিনায়ক সালাহকে ছাড়াই আফ্রিকা নেশন্স কাপের (আফকন) স্কোয়াড ঘোষণা করেছে মিশর।
চলতি মৌসুম থেকে ফুটবলারদের ব্যস্ততা আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাট তাদের বাধ্য করছে আরও বেশি ব্যস্ত সূচিতে খেলতে। যে কারণে আন্তর্জাতিক বিরতিতে যতটা সম্ভব ফুটবলারদের কম ছাড়তে চায় ক্লাবগুলোও। লিভারপুলকে সেই সুযোগটা করে দিয়েছে সালাহ’র দেশ। আগেই মিশরকে আফকনের মূল প্রতিযোগিতার টিকিট পেতে ভূমিকা রেখেছেন এই তারকা।
আফ্রিকান ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতার (আফকন-২০২৫) পরবর্তী আসর বসবে মরক্কোতে। তার আগে বাছাইপর্বে ‘সি’ গ্রুপ থেকে অংশ নিচ্ছে মিশর। সালাহ’র নেতৃত্বে দলটি চার ম্যাচের চারটিতেই জিতেছে। তবে এখনও দুটি ম্যাচ বাকি বাছাইপর্বে। যেখানে আগামী ১৫ নভেম্বর কেপ ভার্দে ও ১৯ নভেম্বর বতসোয়ানার বিপক্ষে খেলবে মিশর। সেজন্য ঘোষিত দলে নেই সালাহ’র নাম।
লিভারপুলের এই কিংবদন্তি স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবলে মিশরের জার্সি গায়ে তুলেছেন ১০৩ ম্যাচে। যেখানে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৯টি গোল করেছেন। ৩২ বছর বয়সী এই তারকার ফুটবল ক্যারিয়ার হয়তো আরও দীর্ঘ করতে চাইবেন। তবে ইউরোপীয় ক্লাবে তাকে ঠিক আর কতদিন দেখা যায় সেটা সময়ই বলে দেবে। ইতোমধ্যে সৌদি প্রো লিগের দল তাকে বড় অঙ্কের লোভনীয় প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ফ্রান্সের পিএসজিও আশায় রয়েছে সালাহকে পাওয়ার।
নভেম্বর উইন্ডোতে এই তারকা উইঙ্গারের বিশ্রাম লিভারপুলের জন্যও স্বস্তির। চলতি মাসে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগে তাদের দুটি ম্যাচ রয়েছে। ইউসিএলের ম্যাচটি আবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে। যার জন্য পূর্ণাঙ্গ স্কোয়াডই পেতে চাইবেন অলরেড কোচ আর্নে স্লট। অন্যদিকে, প্রিমিয়ার লিগেও এখন পর্যন্ত শীর্ষে আছে অ্যানফিল্ডের ক্লাবটি। চলতি মৌসুমে তাদের হয়ে ১৭ ম্যাচে ১০টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন সালাহ। লিভারপুলের জার্সিতে সবমিলিয়ে তার গোল ২২১টি।
বিডি প্রতিদিন/আশিক