৭ এপ্রিল, ২০২১ ১২:৫০

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

একশপের সাথে ধামাকাশপিংয়ের কার্যক্রম শুরু

সহজে ও দ্রুত সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এটুআই-এর উদ্যোগে বাংলাদেশের প্রথম রুরাল এসিস্টেড ই-কামার্স প্লাটফর্ম (একশপ) এর সঙ্গে যুক্ত হয়েছে দেশের দ্রুত বর্ধনশীল ই-কমার্স প্লাটফর্ম ধামাকাশপিং ডটকম। এখন থেকে ধামাকার প্লাটফর্মে একশপের সকাল উদ্যোক্তাদের পণ্য পাওয়ার পাশাপাশি একশপের দেশব্যাপী ছড়িয়ে থাকা এজেন্টরা ধামাকা শপিং প্লাটফর্মেও মাধ্যমে সুলভ মূল্যে কেনাকাটা করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন ধামাকা'র চিফ বিজনেস অফিসার দিবাকর দে শুভ এবং একশপ এর টিম লিড মো: রেজওয়ানুল হক জামি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এটুআই এর ন্যাশনাল কনসালট্যান্ট শাহরিয়ার হাসান জিসান, প্রোগাম অ্যাসিসটেন্ট শায়েলা কাদের এবং ধামাকা'র ডিরেক্টর (অপারেশন) সাফওয়ান আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (কমার্শিয়াল) ইব্রাহিম স্বপন, সিনিয়র ম্যানেজার (কর্পোরেট) কে এম ফেরদৌস ইলিয়াস এবং বিজনেস কো-অর্ডিনেটর সৌরভ সাহা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর