সম্প্রতি Legal Initiatives for Enlightenment (life) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আসন্ন ঈদ উল আযহাকে কেন্দ্র করে করোনার বিস্তার রোধে সচেতনতামূলক ভিডিও ব্লগিং কার্যক্রম হাতে নিয়েছে।
ঈদ উদাপন করতে গিয়ে বিভিন্ন কারণে জনসমাগম ঘটার সম্ভাবনা থাকে এবং মানুষের মধ্যে স্বাস্থ্য নীতি অনুসরণের ক্ষেত্রে এক ধরনের শিথিলতা লক্ষ্য করা যায়। জনসমাগম এবং এই শিথিলতাকে কেন্দ্র করে করোনা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সেই আশংকা থেকে Legal Initiatives for Enlightenment (life) এই সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে।
যেহেতু বাংলাদেশের জনসংখ্যা একটি বিশাল অংশ সামাজিক গণমাধ্যম তথা ফেসবুক এবং ইউটিউব ব্যবহারকারী। তাই Legal Initiatives for Enlightenment (life) করোনার বিস্তার রোধে করোনা বিষয়ক সচেতনতামূলক ভিডিও ব্লগিং তৈরি করে ফেসবুক এবং ইউটিউবে ব্যপকভাবে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিক অবস্থায় বিভিন্ন পেশার ৫ জন তরুণ-তরুণী এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন। তারা করোনা রোধে বিভিন্ন প্রকার স্বাস্থ্য সচেতনতামূলক বার্তাসহ 'সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ, নির্মূল) আইন-২০১৮'-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা সহজবোধ্য ভাষায় সাধারণ জনগণের জন্য উপস্থাপন করবেন। Legal Initiatives for Enlightenment (life) এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিও ব্লগিংগুলো দেখা যাবে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির