শনিবার, ৮ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

মানবীয় রোবট

টেকনোলজি ডেস্ক

মানবীয় রোবট

মানবাকৃতির রোবট, মানুষের মতো ভাবতে পারে, চলতে পারে এমন রোবট নিয়ে বহু বছর ধরে কাজ করছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। চালিয়ে যাচ্ছে গবেষণা। সে ধারাতেই এবার সাইবারওয়ান নামে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট তৈরি করছে চীনের স্মার্ট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি। মানবীয় এই রোবট মানুষের অনুভূতিও নাকি বুঝতে পারবে। প্রতিষ্ঠানটি বলছে, এটি  শিল্প-কারখানায় বিভিন্ন কাজও করতে পারবে। রোবটটির পরীক্ষামূলক সংস্করণ অবমুক্ত করার সময় শাওমির প্রধান নির্বাহী লেই জুনের হাতে ফুল দিয়ে অভিবাদন জানিয়েছে রোবটটি। শাওমির রোবটিক্স ল্যাবেই এই রোবটের যাবতীয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেকানিক্যাল কেপেবিলিটি তৈরি করা হয়েছে। শাওমি নিজেই এসব জিনিস তৈরি করেছে। শাওমি দাবি করেছে, সাইবারওয়ান রোবটটি ৮৫ ধরনের প্রাকৃতিক শব্দ এবং ৪৫ ধরনের মানবিক অনুভূতি বুঝতে সক্ষম। ৫২ কেজি ওজনের এ রোবটটি ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা। হাত এবং পা ছাড়াও এই রোবটে রয়েছে বিপেডাল মোশন। থাকছে ওএলইডি মডিউল। সেখানে ফেসিয়াল এক্সপ্রেশন ডিসপ্লে করা যায়। ম্যাট হোয়াইট কালার শেডে তৈরি করা হয়েছে এই রোবট। রোবটটির পূর্ণাঙ্গ সংস্করণ কবে বাণিজ্যিকভাবে তৈরি হবে সেটি জানানো হয়নি শাওমির পক্ষ থেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর