২৬ নভেম্বর, ২০২২ ১৮:২০

তিউনিসদের হারিয়ে আশা বেঁধে রাখল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

তিউনিসদের হারিয়ে আশা বেঁধে রাখল অস্ট্রেলিয়া

হার দিয়ে টুর্নামেন্ট শুরু, তবে ভেঙে না পড়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। তিউনিসিয়াকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখল ভালোভাবে।

মিচেল ডিউকের গোলে উঠে এলো পয়েন্ট তালিকার দুই নম্বরে। আল ওয়াকরার আল জানোব স্টেডিয়ামে শনিবার ‘ডি’ গ্রুপের ম্যাচ ১-০ গোলে জিতেছে গ্রাহাম আর্নল্ডের দল।

২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। গত দুই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও কোনো ম্যাচ না জিতেই বিদায় নিতে হয়েছিল তাসমান পাড়ের দেশটিকে।

অন্য দিকে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিপদ বাড়ল তিউনিসিয়ার, যারা শেষ ম্যাচ খেলবে ফ্রান্সের সঙ্গে। 

প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করলেও শুরুতে অস্ট্রেলিয়া নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। তাদের আক্রমণগুলো প্রতিহত হচ্ছিল তিউনিসিয়ার রক্ষণে। তবু অবশ্য গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি অস্ট্রেলিয়াকে। 

ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় অজিরা। বাঁ প্রান্ত থেকে ক্রেইগ গুডউইনের ক্রস তিউনিসিয়ার এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে আসে ডি-বক্সের দুই ডিফেন্ডারের মাঝে দাঁড়িয়ে থাকা মিচেল ডিউকের কাছে। বুদ্ধিমত্তার সঙ্গে মাথা ছুঁয়ে বলকে জালের ঠিকানা দেখিয়ে দেন ডিউক। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর