সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গেট থেকে দুজনকে আটক করেছে পুলিশ। তবে তারা শাবিপ্রবি’র ছাত্র নয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে এ দুজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ (পিপিএম)।
কোটা ইস্যুতে আন্দোলনাকারী শিক্ষার্থীদের বৃহস্পতিবারের কর্মসূচি ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’।
কর্মসূচি পালনে বৃহস্পতিবার বেলা ২টার পর শাবি ফটকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকলে পুলিশ বিকাল ৩টার দিকে তাদের সরিয়ে। এসময় দুজনকে আটক করে করা হয়। আটকরা শাবি শিক্ষার্থী নয়, বহিরাগত।
বিডি প্রতিদিন/আরাফাত