আজ শনিবার (১৪ ডিসেম্বর) শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি), গাজীপুর। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালি, আলোচনা এবং বিশেষ দোয়া মাহফিলের আায়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরাও পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে এক আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে উপাচার্য বলেন, বাঙালি জাতিকে নেতৃত্বশূন্য ও মেধাশূন্য করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী ও এদেশীয় দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম ও পৈশাচিকভাবে হত্যা করে। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় গঠনে আলোচনা সভায় উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।
পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. অহিদুজ্জামান, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মুর্শিদা খান ও রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা বক্তৃতা করেন।
বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত, দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ