যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
শনিবার (১৪ডিসেম্বর) দিবসটি উপলক্ষে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। পরে সেখানেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপাচার্য বলেন, 'মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যা জাতির জন্য ছিল অপূরণীয় ক্ষতি। কিন্তু নির্মম এই হত্যাকাণ্ডসহ পারিপার্শ্বিক ঘটনাবলীর যে বয়ান এতো কাল আমরা পেয়েছি তা সর্বাংশে সত্যনিষ্ঠ ছিল না। কেননা এ ইতিহাস খণ্ডিত ও সুবিধাভোগীদের জন্য লেখা। এসব ইতিহাসে আমরা জনমানুষের প্রত্যাশা ও ভূমিকার সঠিক উপস্থাপন পাই না। ইতিহাসের সঠিক উপস্থাপনের জন্য প্রকৃত সত্য উদঘাটন জরুরি। সেজন্য প্রয়োজন সুযোগ-সুবিধার অন্বেষা থেকে বেরিয়ে সকলের অংশীদারিত্বের মাধ্যমে সত্যনিষ্ঠ সমাজ প্রতিষ্ঠা করা।'
সভায় শহীদ বুদ্ধিজীবী শিক্ষক সুখরঞ্জন সমাদ্দারের স্ত্রী চম্পা সমাদ্দার স্মৃতিচারণ করেন। এতে আলোচক ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী ও রাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম সাদেকুল ইসলাম।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান ও কোষাধ্যক্ষ মো. মতিয়ার রহমান বক্তৃতা প্রদান করেন।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত, সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও সন্ধ্যা ৬ টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে নাটক এবং জুলাই বিপ্লবের স্মৃতি স্মারক, গ্রাফিতি ও পোস্টার প্রদর্শিত হয়েছে।
এদিকে দিবসটি ঘিরে বুদ্ধিজীবী চত্বরে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্বলন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। এছাড়া ক্যাম্পাসের সামাজিক, স্বেচ্ছাসেবী ও সাংবাদিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
বিডি প্রতিদিন/এমএস