যথাযথ মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় দুটির নিজ নিজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রা শেষে রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, জাতি গঠন ও ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অনেক। আজকের নতুন বাংলাদেশ সুন্দরভাবে সাজাতে এবং সমাজ বিনির্মাণের জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। জ্ঞানদান ও জ্ঞান সৃষ্টির কার্যক্রমে শিক্ষকদের অংশগ্রহণ বাড়াতে হবে এবং এই পেশাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করতে গেলে আমাদের আরও অনেক কিছু করতে হবে।
জানা গেছে, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে প্রশাসন ভবনে এসে সম্মিলিত শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে সিনেট ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. তারিফ উদ্দিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/একেএ