বরিশালে কারফিউ শিথিলের সময় আরও বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বরিশাল নগরে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এবং নগরের বাইরে জেলার উপজেলাগুলোতে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই গণমাধ্যমকে জানান, বরিশালের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তাই কারফিউ শিথিলের সময় বৃহস্পতিবার আরও ৩ ঘণ্টা বাড়ানো হয়েছে।
বুধবার সন্ধ্যার পর পুলিশ কমিশনার, জেলা প্রশাসকসহ (ডিসি) প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বৃহস্পতিবারের কারফিউর বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, বুধবার নগরে কারফিউ শিথিল ছিল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা এবং উপজেলা পর্যায়ে ছিল সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বিডি-প্রতিদিন/শআ