বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে রাজধানীর মোহাম্মদপুরস্থ জেনেভা ক্যাম্পে যৌথবাহিনী কর্তৃক রবিবার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানকালে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ৬টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১২ প্যাকেট স্প্লিন্টার, ৫৩টি পেট্রোল বোমা ও ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে।
এছাড়াও, শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩১ জন দুর্বৃত্ত ও ৩ জন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, মাদক ব্যবসায়ী পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন যাবৎ মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট থানা ও পুলিশের নিকট হতে লুট করা অস্ত্র দিয়ে জেনেভা ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে।