আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ, বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই গণঅভ্যুথানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/জামশেদ