নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণঅধিকার পরিষদের ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আল মাহমুদ শরীফকে আহ্বায়ক ও মঈন উদ্দিনকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।
আজ শুক্রবার রাতে নাসিক ২নং ওয়ার্ডস্থ দক্ষিণপাড়া এলাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবুল খায়ের শান্ত'র উপস্থিতিতে আগামী ৬ মাস মেয়াদী এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
থানা আহ্বায়ক কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে ১৪জন, যুগ্ম সদস্য সচিব ১৪ জন এবং সদস্য হিসেবে ১১ জনকে।
নারায়ণগঞ্জ মহানগর গণঅধিকার পরিষদের সভাপতি আরিফ ভুঁইয়ার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এই কমিটির অনুমোদন দেয়। আয়োজনে প্রধান বক্তা হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক রুহুল আমিন।
বিডি প্রতিদিন/আরাফাত