গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, উপজেলার মৌচাক স্কাউট এন্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের অপসারণের দাবিতে গত এক মাস ধরে আন্দোলন করছে ওই কলেজের সাধারণ শিক্ষার্থীরা। দুর্নীতি, স্বেচ্ছাচারী আচরণসহ নানা অভিযোগের প্রেক্ষিতে উপজেলা মৌচাক বাসস্ট্যান্ডে মঙ্গলবার দুপুরে ওই শিক্ষকের পদত্যাগ দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভ করেন তারা। অভিযুক্ত শিক্ষক পদত্যাগ না করা পর্যন্ত মহাসড়ক ত্যাগ করবেন না বলে জানান তারা।
এতে মহাসড়কের দুই লেনে কয়েক মাইলব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মারাত্মক ভোগান্তিতে পড়েছেন ওই রুট ব্যবহারকারী যাত্রীরা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক ছেড়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে দুপুরে এ প্রতিবেদন লিখা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় রয়েছে।
নাওজোড় হাইওয়ে পুলিশের ওসি রইছ উদ্দিন জানান, কলেজের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছে। মহাসড়ক স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ।
বিডি প্রতিদিন/জামশেদ