রাজধানীর শাহজাদপুরে একটি বেসরকারি পরিবহনের বাস চাপায় আইরিন (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনার পর রামপুরা-নতুন বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামীরা।
বুধবার সকালে শাহজাদপুরের সুবাস্ত শপিংমল সংলগ্ন সড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়।
আইরিন নেক্সট ভেনচার নামে একটি আর্থিক তথ্যপ্রযুক্তি কোম্পানির কর্মী ছিলেন। দুর্ঘটনার পরপরই নেক্সট ভেনচারের কর্মীরা ঘটনাস্থলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী লোকজন। এ সময় বেশিরভাগ অফিসগামী বাস থেকে নেমে নিজ গন্তব্যে হেঁটে যাত্রা করেন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়া উদ্দিন আহম্মেদ বলেন, সকালে আকাশ পরিবহন বাসের চাকায় পিষ্ট হয়ে নেক্সট ভেনচার কোম্পানির একজন নারী কর্মী ঘটনাস্থলেই মারা যান। ওই বাসটি জব্দ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মীরা রাস্তায় অবস্থান নেওয়ার কারণে রামপুরা থেকে নতুন বাজার রাস্তার এক পাশের লেনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তবে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে। সড়কে অবস্থান নেওয়া লোকজন সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত