রাজশাহী মহানগরীর ৫ নম্বর ওয়ার্ড। হঠাৎ মসজিদের মাইকে ঘোষণা ‘ডাকাত পড়েছে, সবাই সতর্ক হোন।’ বারবার এমন ঘোষণায় এলাকার বাড়িগুলো থেকে যে যার মতো লাঠি, পাইপ, ধারালো অস্ত্র নিয়ে জড়ো হয়ে পাহারা বসালেন বাড়ির সামনে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে সহযোগিতা চাইলেন। শিরোইল কলোনি, দোশর মণ্ডলের মোড়, বেলদারপাড়াতেও একই অবস্থা। রাতে ডাকাতরা আক্রমণ চালাবে-মসজিদের মাইকে এমন খবরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে অবস্থান নিলেন বাড়ির সামনে। রাজশাহীতে এখনো বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট চলছে। যার শিকারদের মধ্যে বেশির ভাগই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী। তাই রাত হলেই বাড়ছে ডাকাত আতঙ্ক। তবে এসব প্রতিরোধে মাঠে পাহারা বসিয়েছেন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। দুই দিন ধরে পাড়ার মোড়ে মোড়ে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। এ ছাড়া যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবিরের পক্ষ থেকেও পাহারা বসানো হয়েছে। সাগরপাড়ার এহসানুল আমিন জানান, রাত হলেই বাড়ে ডাকাতির আতঙ্ক। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলছে ডাকাত প্রতিহতের চেষ্টা। আতঙ্ক ছড়িয়ে পড়লে করা হয়েছে মাইকিংও। ডাকাতির খবর পেলে এলাকাবাসী ফোন করছে সেনাবাহিনী ও বিজিবিকে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইরাম আজমাইন মুগ্ধ জানান, তারা এলাকাভিত্তিক দায়িত্ব পালন করছেন। নাগরিকরা যাতে আতঙ্কিত না হন, সেজন্য রাত জেগে পাহারার ব্যবস্থা করা হয়েছে।