দেশের সর্ববৃহৎ মিডিয়া গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, বাংলা নিউজ, ডেইলি সান, রেডিও ক্যাপিটাল, টি স্পোর্টসসহ অন্যান্য মিডিয়া ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
গতকাল দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় অবস্থিত রূপগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইনকিলাব ও বাংলাভিশনের প্রতিনিধি মো. খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি রাসেল আহমেদ, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, ডেইলি সানের প্রতিনিধি এস এম শাহাদাত, সাংবাদিক নাজমুল হুদা (সংগ্রাম), মাহবুব আলম প্রিয় (খোলা কাগজ ও নাগরিক টিভি), জাহাঙ্গীর মাহমুদ (কালবেলা), আতাউর রহমান সানী (দেশ রূপান্তর), রিপন মিয়া (এশিয়ান টিভি), মাহমুদুল হাসান নয়ন (বঙ্গ টিভি), মো. নূরেআলম (দি এশিয়ান এইজ), ফয়সাল আহমেদ (মোহনা টিভি), রুবেল আহমেদ, শরীফ আহমেদ, বিপ্লব হাসান, জিন্নাত হোসেন জনি (করতোয়া), তানজিলাসহ অন্য সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকরা বলেন, ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলা কোনো ছাত্র করেনি, একটি কুচক্রী মহল বর্তমান সরকারকে সাংবাদিকদের মুখোমুখি দাঁড় করাতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান।