বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাসহ সংযুক্ত আরব আমিরাতগামী এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ওই যাত্রীর নাম জাকির হোসেন। গতকাল সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিমের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা ৭ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল এবং ৪৬ হাজার ইউএই দিরহাম উদ্ধার করা হয়, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৪৪ লাখ ৮০ হাজার টাকা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, গ্রেপ্তার হওয়া জাকির সকাল সাড়ে ৭টায় ইউএস বাংলা এয়ারলাইনসের দুবাইগামী আন্তর্জাতিক ফ্লাইট যোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানান, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ গ্রেপ্তার হওয়ায় ওই যাত্রীকে শুল্ক গোয়েন্দা কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের মাধ্যমে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ওই যাত্রী ফ্রিকোয়েন্টলি মধ্যপ্রাচ্যে যাতায়াত করে থাকেন এবং পাচারকার্যে জড়িত।