রাজধানীতে বাসচাপায় ও বিদ্যুৎস্পৃষ্টে দুই যুবকের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন অজ্ঞাত, তার বয়স আনুমানিক ২৫ এবং অন্যজনের নাম মোজাম্মেল ব্যাপারী (২৩)।
অজ্ঞাত ব্যক্তিকে রাজধানীর সবুজবাগের উত্তর বাসাবো খিলগাঁও ফ্লাইওভার ব্রিজ থেকে এবং মোজাম্মেল ব্যাপারীকে সবুজবাগের মধ্য বাসাবো থেকে উদ্ধার করে পুলিশ। রবিবার রাতে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
গতকাল সবুজবাগ থানার এসআই সুশান্ত বিশ্বাস জানান, খবর পেয়ে রবিবার রাত ১০টায় উত্তর বাসাবো শিকদার টেইলার্সের বিপরীতে খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
অন্যদিকে সবুজবাগ মধ্য বসাবো এলাকার একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে মোজাম্মেল ব্যাপারী নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সবুজবাগ থানার এসআই আবু তালেব জানান, খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ট্রলি থেকে মোজাম্মেলের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তি শর্টসার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন।