আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরাকে চেয়ারম্যান করে আইন কমিশন পুনর্গঠন করা হয়েছে। কমিশনের প্রথম নারী চেয়ারম্যান হলেন বিচারপতি জিনাত আরা। কমিশনের সদস্য পদে নিয়োগ পাওয়া দুজন হলেন- অবসরপ্রাপ্ত বিচারপতি শামীম হাসনাইন ও অধ্যাপক ড. নাঈমা হক। গতকাল আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে কমিশন গঠন সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন কমিশন আইন, ১৯৯৬ এর ধারা ৫ এর উপধারা (১) ও (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে, সরকার, নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ করেছে। চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি এবং দুই সদস্য হাই কোর্ট বিভাগের বিচারকের প্রাপ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর আইন কমিশনের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক।