রাজধানীর ধানমন্ডির শুক্রাবাদে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধের ঘটনায় মা-বাবার পর মারা গেল সাড়ে তিন বছরের ছেলে শারীরিক প্রতিবন্ধী বায়েজিদ। জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে যায় শিশুটি। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় সে। গতকাল বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, শ্বাসনালীসহ শিশুটির শরীরের ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। একদিন আগে, বুধবার রাতে মারা গিয়েছিল শিশুটির মা নিপা আর মঙ্গলবার রাতে মারা গিয়েছিল তার বাবা টোটন মাহমুদ।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে শুক্রাবাদ ২৭ নম্বর রোডের বাজার মসজিদের পাশের গলির একটি বাসায় গ্যাসলাইন লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছিলেন তারা। মৃতা নিপার মা রেহানা বেগম জানান, তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার কাচারীকান্দি গ্রামে। চলতি মাসের ১ তারিখে শুক্রাবাদ বাজার মসজিদের পাশে একটি বাড়ির নিচতলায় ভাড়ায় উঠেছিলেন টোটন-নিপা দম্পতি। নিপার স্বামী টোটন কারওয়ান বাজারে মৎস্য আড়তে কাজ করেন। আর নিপা অন্যের বাসাবাড়িতে কাজ করেন। তিন সন্তানের মধ্যে বড় দুই ছেলেমেয়ে গ্রামে দাদা-দাদির কাছে থাকে। ছোট ছেলে বায়েজিদ থাকত বাবা-মায়ের সঙ্গে। বিস্ফোরণের পর বাড়িওয়ালা এবং প্রতিবেশীরা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।