খুলনার পাইকগাছায় মসজিদে দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফজর আলী গাজী (৪৫) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল জুমার নামাজের পর কপিলমুনির শ্যামনগর পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এতে শাহিন সরদার ও মোস্তফা গাজী নামে আরও দুজন আহত হন। মসজিদ কমিটির সাবেক সভাপতি আবদুল মোমিন জানান, মসজিদে এক ব্যক্তি একটি ছাগল দান করেন। নামাজের পর দানকরা ছাগলের দাম ডাকাডাকি ও টাকা পরিশোধ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষে ফজর আলী গাজী মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তুষার কান্তি দাস জানান, এর আগে একই মসজিদে একটি ছাগল বিক্রির পর জনৈক ব্যক্তি সেই ছাগলটি কিনে পুরো টাকা পরিশোধ করেননি। এবার তাই ছাগল বিক্রির পর পুরো টাকা পরিশোধ করতে বলা হয়। এ নিয়ে তর্কবিতর্কে সংঘর্ষ শুরু হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।