আর্থিক খাতে অসাধারণ নেতৃত্বের জন্য ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্স ২০২৪ ও ফাইন্যান্সএশিয়া অ্যাওয়ার্ড ২০২৪-এ ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এর স্বীকৃতি পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল)। বিনিয়োগ ব্যাংকিংয়ে উদ্ভাবন, উৎকর্ষ ও গ্রাহক-সন্তুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে অব্যাহত প্রতিশ্রুতির আরেকটি অসাধারণ মাইলফলক হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার মাত্র ৪ বছরেই দ্রুত খ্যাতি অর্জন করা ইউসিবিআইএল দেশের আর্থিক খাতে গ্রাহককেন্দ্রিক সেবার নতুন মানদণ্ড স্থাপন করেছে।
অনন্য এই দুটি স্বীকৃতি কেবল ইউসিবিআইএল’র সাফল্যকেই তুলে ধরে না; একইসাথে, ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর এই মুহূর্তে এমন স্বীকৃতি স্মরণীয় হয়ে থাকবে। এই অর্জনগুলো প্রতিষ্ঠানটির অবস্থানকে আরও সুদৃঢ় করে, যা দেশের আর্থিক খাতের অগ্রগতি ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার টানা দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জন করলো প্রতিষ্ঠানটি। এর আগে, গতবছরও ইউরোমানি ও ফাইন্যান্সএশিয়া কর্তৃক বাংলাদেশের সেরা বিনিয়োগ ব্যাংকের স্বীকৃতি পেয়েছিল ইউসিবিআইএল।
বিডি প্রতিদিন/জুনাইদ