বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও রেডিওর সংবাদ উপস্থাপকদের সংগঠন এনবিএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো সংবাদ উপস্থাপকদের "মাস্টারিং দ্য পাওয়ার অব ভয়েস" কর্মশালার গ্র্যান্ড ফিনালে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এনবিএ প্রেসিডেন্ট ডা.সাকলাইন রাসেলের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন কিংবদন্তি অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আবুল হায়াত।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনবিএ উপদেষ্টা শামসুদ্দিন হায়দার ডালিম,কাওসার মাহমুদ,মাহবুব হাসান,ডা.হাসান শাহরিয়ার কল্লোল,ভোকাল আর্টিস্ট সুমাইয়া কবির মেঘলা,সাউন্ড ডিজাইনার শৈব তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন এনবিএ সাধারণ সম্পাদক রাইসুল হক চৌধুরী।
অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিও স্টেশনের সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন “নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স সোসাইটি অব বাংলাদেশ” এনবিএর ২ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। তাদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয় সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে। ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ ইমতিয়াজ, চৌধুরী মেহের-এ-খোদা দীপ, নাজনীন আহমেদ, যুগ্ম সম্পাদক মুজাহিদুল ইসলাম, ট্রেজারার নাদিরা আশরাফ, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মামুন উর রশীদ, তথ্য প্রযুক্তি সম্পাদক হাফিজ খন্দকার, আইন সম্পাদক পারভীন মিতু, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান, মিডিয়া ও কমিউনিকেশন সম্পাদক তাইব অনন্ত, স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক আতিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রঞ্জু ইফতেখার, নির্বাহী সদস্য শরীফ উল হক, বাবলী ইয়াসমিন ও রূপা নূর উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল