বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংকস ব্র্যান্ড ‘ক্লেমন’ তরুণদের জন্য বিভিন্ন রিফ্রেশিং ইভেন্টস এবং স্পোর্টসের নানারকম প্ল্যাটফর্ম উপহার দিয়ে আসছে। ক্রিকেটপ্রেমী তরুণদের জন্য এমনই একটি প্ল্যাটফর্ম ‘ক্লেমন পাড়ায় পাড়ায় ক্রিকেট লিগ’। যার সিজন ২ এবার শুরু হতে যাচ্ছে।
তরুণদের মাঝে খেলাধুলার মানসিকতা গড়ে তোলা ও খেলার মাধ্যমে সুঅভ্যাস ও সুস্থ-সুন্দর জীবন ধারায় অভ্যস্ত করাই এই ইভেন্টের মূল লক্ষ্য। এছাড়া ক্লেমন বিশ্বাস করে, এই আয়োজনের মাধ্যমে পাড়ায় পাড়ায় ক্রিকেটের উম্মাদনা আরও বাড়বে, সেই সঙ্গে এক পাড়ার সাথে অন্য পাড়ার সুসম্পর্ক আরও মজবুত হবে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমসহ সেরা প্লেয়ারের জন্য রয়েছে ক্লেমন-এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার।
মিরপুর রাউন্ডের খেলা দিয়ে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। গত ২৮ নভেম্বর থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন, যা আগামী ১ মাস চলবে। মিরপুরের প্রতিটি পাড়ার ক্রিকেট টিম সরাসরি ফেসবুক, জিডিএন ব্যানার কিংবা অনলাইন পোর্টাল থেকে করতে পারবে রেজিস্ট্রেশন। মিরপুর রাউন্ডের পর ‘ক্লেমন পাড়ায় পাড়ায় ক্রিকেট লিগ’ সিজন ২ শুরু হয়ে যাবে ঢাকার অন্যান্য জোনেও।
এ বিষয়ে ক্লেমন-এর ব্র্যান্ড ম্যানেজার জনাব আব্দুল আজিজ বলেন, তরুণরাই আগামীর ভবিষ্যৎ, ওরা যেন প্রাণবন্ত ও সুস্থ জীবন ধারায় বেড়ে উঠতে পারে, সেজন্য ক্লেমন-এর এই আয়োজন।
বিডি-প্রতিদিন/শআ